সূচনাটা কোথা থেকে হওয়া উচিত সেটিই বিষয়। প্রথম ভারতীয় ফিল্ম মেকার হীরালাল সেন? নাকি প্রথম ভারতীয় ডক্যুমেন্ট্রি ফিল্মমেকার হীরালাল সেন? তিনিই একাধারে ভারতীয় অ্যাড ফিল্ম, ওয়েডিং ফিল্ম এবং ভারতীয় পলিটিক্যাল ফিল্মেরও পথিকৃৎ। কোথাও একটা বিভ্রান্তি আছে বৈকি, যেখানে বিষয় ভারতীয় চলচ্চিত্র, সেখানে দাদাসাহেব ফালকে থেকেই সূচনা হবে তা তো ঐতিহাসিক ভাবে বাঞ্ছনীয়। কিন্তু তাই বা হবে কি অর্থে? যে মানুষটা ১৯১১-১৯১২ সাল অর্থাৎ হীরালাল সেনের চলচ্চিত্র জীবনের শেষের দিকেও চলচ্চিত্র নির্মাণে সেই অর্থে প্রবেশই করেন নি………
|
|