কাশ্মীরনামাঃ অমরনাথ ট্রেকিং সম্বন্ধীয় তথ্য
পূর্বনির্ধারিত ঘোষিত দিনে প্রতি বছর যাত্রা শুরু হয়। সাধারনত, প্রতিবছর জুলাই মাসের প্রথম দিকে যাত্রা শুরু এবং অগাস্ট মাসের মাঝামাঝি যাত্রা শেষ হয়। মনে রাখতে হবে প্রতিবছর শুরু ও শেষের দিন পরিবর্তিত হয়। দুটি পথ দিয়ে অমরনাথ মন্দির/গুহায় পৌঁছান যায়, একটি চন্দনওয়ারি হয়ে এবং আরেকটি বালতাল হয়ে। যদি আপনি, অমরনাথ যাত্রা পরম্পরা মেনে করতে ইছুক হন তাহলে পরম্পরাগত রুট হল চন্দনওয়ারি থেকে যাত্রা করা।