মূল্যহীন কিছু কথা

ইচ্ছে হল এক ধরনের গঙ্গা ফড়িং
ইচ্ছে হল আমার মত পাগলা জগাই
হঠাৎ করে ফেলতে পারে যা খুশি তাই“।

 

সেই ভাবে বলার মত কিছু নেই, আবার আছেও। কিছু কথা বলতে ইচ্ছা করে, কিছু ভাবনা ভাগ করে নিতে ইচ্ছা করে সবার সাথে। কিন্তু লেখালেখিটা  ঠিক আমার আসেনা। রাতে শুয়ে শুয়ে ভাবি এই লিখবো সেই লিখবো, কামাল করা লিখবো। মনের মধ্যে এক সমুদ্র কথা ঢেউ তুলে আছারি  পিছারি পড়তে থাকে, কিন্তু সে কথা হাত বেয়ে নেমে আসতে চায় না। আর যদিও বা কিছু আসে, সেই লেখায় নিজেকে খুঁজে পাইনা। হয়তো, ভাবি বেশি, করি কম। আসলে, বং ব্লগার একজন আস্ত পাগল, অশিক্ষিত, জ্ঞানগম্যি হীন ট্র্যাভেলার। জীবনের থেকে সে বিশেষ কিছু আশা করেনা। সে চায় নানান যায়গায় ঘুরতে, নতুন নতুন অভিজ্ঞতা লাভ করতে আর বিভিন্ন মানুষের সাথে আলাপ করতে। পথের সম্বল সামান্য পুঁজি যা মাঝে মাঝে জোটেও না, আর মনে অজানাকে জানার ও দেখার তীব্র আকাঙ্ক্ষা। হয়ত, সবটাই ভোরের স্বপ্ন, তাতে কি যায় আসে? হয়তো সবটাই কাল্পনিক, তাতেও কি কিছু যায় আসে? সবটা মিলিয়েই আমি চিৎকার করে বলতে চাই, আমি “বং-ব্লগার”।