রামনগর ফোর্ট
ভারতবর্ষের অন্যান্য জায়গায় আরও অনেক ফোর্ট রয়েছে, হয়তো তাদের তুলনায় এটি অনেক ছোট। কিন্তু, ছোট হলেও, এটি খুবই সুন্দর এবং দেখার মতন একটা জায়গা। রামনগর ফোর্ট, ১৭৫০ খ্রিষ্টাব্দে, তৎকালীন বেনারসের মহারাজা রাজা বলওয়ান্ সিং তৈরি করেছিলেন। বর্তমানে, রামনগর ফোর্ট হল বেনারসের মহারাজা, অনন্ত নারায়ণ সিং এর বাসস্থান। অবশ্য, ১৯৭১ সালের পর “বেনারসের মহারাজা” এই উপাধির অবলুপ্তি ঘটেছে।