কাশ্মীরনামাঃ অমরনাথ – এক অধার্মিকের তীর্থ যাত্রা
আমি তো পেশাদার ট্র্যাভেলার নই, তবুও বহু জায়গায় ঘোরার সৌভাগ্য হয়েছে। অনেক জায়গায় ঘুরলেও, এই ট্যুরটার স্মৃতি আমার জীবনে অন্যতম সেরা স্মৃতি হয়ে আজীবন থেকে যাবে।
BongBlogger is an Individual Traveler and Photographer | Blog on Travel,Heritage,Photography,Cultures and Adventure Sports
আমি তো পেশাদার ট্র্যাভেলার নই, তবুও বহু জায়গায় ঘোরার সৌভাগ্য হয়েছে। অনেক জায়গায় ঘুরলেও, এই ট্যুরটার স্মৃতি আমার জীবনে অন্যতম সেরা স্মৃতি হয়ে আজীবন থেকে যাবে।
পূর্বনির্ধারিত ঘোষিত দিনে প্রতি বছর যাত্রা শুরু হয়। সাধারনত, প্রতিবছর জুলাই মাসের প্রথম দিকে যাত্রা শুরু এবং অগাস্ট মাসের মাঝামাঝি যাত্রা শেষ হয়। মনে রাখতে হবে প্রতিবছর শুরু ও শেষের দিন পরিবর্তিত হয়। দুটি পথ দিয়ে অমরনাথ মন্দির/গুহায় পৌঁছান যায়, একটি চন্দনওয়ারি হয়ে এবং আরেকটি বালতাল হয়ে। যদি আপনি, অমরনাথ যাত্রা পরম্পরা মেনে করতে ইছুক হন তাহলে পরম্পরাগত রুট হল চন্দনওয়ারি থেকে যাত্রা করা।