ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্রের জনক, ট্র্যাজিক হিরো হীরালাল সেন
কোত্থেকে শুরু করবো ভাবছি, কি বলে সম্বোধন করবো? প্রথম ভারতীয় ফিল্ম মেকার হীরালাল সেন? নাকি প্রথম ভারতীয় ডক্যুমেন্ট্রি ফিল্মমেকার হীরালাল সেন? তিনি তো আবার একাধারে ভারতীয় অ্যাড ফিল্ম, ওয়েডিং ফিল্ম এবং ভারতীয় পলিটিক্যাল ফিল্মেরও পথিকৃৎ। আবার কখনও মনে হচ্ছে দাদাসাহেব ফালকে থেকে লেখা শুরু করবো, কারণ যে মানুষটা ১৯১১-১৯১২ সাল অর্থাৎ হীরালাল সেনের চলচ্চিত্র জীবনের শেষের দিকেও চলচ্চিত্র নির্মাণের বিষয়ে কিছুই জানতেন না অথচ তাকেই ভারতীয় চলচ্চিত্রের জনক বলে অভিহিত করা হয়। কেন? এই অবহেলার কারণ কি?