কিছু কথা, যা নিজেকেও বলা যায়না।
কিছু মুহূর্ত, থাকে বালি চাপা।
কিছু সময়, ফিরে আসে সমুদ্র সফেন।
কিছু কথা, কিছুটা তোমার আর কিছুটা আমার।
কিছু গোপনীয়তা, ইতিহাস হয়ে যায়।
কিছু ছবি, হাল্কা হতে হতে জলছবি।
কিছু মুখ, মুখের মিছিলে মিলিয়ে যায়।
কিছু বাকি, বাকি থেকে যায় কিছুটা।
স্বত্ব © বংব্লগার আপনার যদি মনে হয় বা ইচ্ছা হয় তাহলে আপনি এই লেখাটি শেয়ার করতে পারেন কিন্তু দয়াকরে এর লেখকের নাম ইন্দ্রজিৎ দাস উল্লেখ করতে ভুলবেন না। ভুলে যাবেননা চৌর্যবৃত্তি মহাদায়, যদি পড়েন ধরা।
যদি আপনি আপনার নিজের ছবি এখানে দেখতে পান এবং তাতে যদি আপনার কোন রকম আপত্তি থাকে তাহলে অবশ্যই ই-মেল করে আপনি উপযুক্ত প্রমাণসহ আপনার দাবি জানাতে পারেন।দাবিটি ন্যায্য প্রমাণিত হলে, সে ক্ষেত্রে ছবিটি সরিয়ে ফেলা হবে।